যেভাবে শুন্য আইডিয়া থেকে ফ্রিল্যান্সিং শুরু করি💸
ক্যারিয়ারের ক্ষুদ্র জ্ঞান গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারাই আমার মূল উদ্দেশ্য। চাকরি, ফ্রিল্যান্সিং ও উদ্যোক্তা জীবন এ প্রতিনিয়ত যা শিখছি, যা ভুল করছি – সব কিছু নিয়ে Raw কথা বার্তা শেয়ার করি এবং বিশ্বাস করি কিছুটা হলেও আপনাদের জীবনে তা সাহায্য করবে।
ক্লায়েন্ট সাজেশন - যেভাবে Freelancer সিলেক্ট করা হয় এবং AI ভাবনা🧠💵 | How Clients Hire Freelancer💼
আমার এজেন্সির একজন International Client এর সাথে Informal এই Podcast এ – Client কি কি কারনে একজন Freelancer Hire করে থাকেন, এবং কি কি অপছন্দ করেন। Virtual Job নিয়ে ধারনা 💼 Artificial Intelligence (AI) নিয়ে ক্লায়েন্ট এর ব্যক্তিগত মতামত শেয়ার করা হয়েছে। ভিডিও টি যারা নতুন ফ্রিল্যান্সার আছেন অথবা শুরু করতে যাচ্ছেন তাদের জন্য কিছুটা ধারনা দিবে। ভিডিও তে Auto Subtitle রয়েছে তাই spelling mistake থাকতে পারে। ধন্যবাদ।